খেলা আমি তেমন বুঝি না। তাহলে আমি বিষ খেতে যাব কেন? আমি তো খেলা দেখি না। কিন্তু কেউ একজন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ধরনের গুজব ছড়িয়েছে। আর তাতে উৎসাহী হয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা আমার থেকে কোনো বক্তব্যও নেয়নি।
তিনি বলেন, আমার সঙ্গে একটি মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হঠাৎ গতকাল শনিবার সকালে জানতে পারি, তাকে এক জায়গায় বিয়ে দিচ্ছে তার পরিবার।
সে থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। রোববার সকালে ওই মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বিষপান করি। পরে স্বজনরা হাসপাতালে আনে। এখন মোটামুটি সুস্থ আছি।