বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

প্রায় একযুগ পর গ্রামগঞ্জে ভোটের আমেজ

কে এম আর শাহীন / ২২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ২:২৯ অপরাহ্ন

ব্যাপক উৎসব মুখর পরিবেশে চলছে চতুর্থ ধাপের নির্বাচনী প্রচারণা। যদিও ভোটের মাঠে সক্রিয় অংশগ্রহণ নেই বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর! তারপরও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে সরকার দলীয় বিদ্রোহী প্রার্থীরা! পিছিয়ে নেই দলীয় মনোনয়ন পাওয়া নৌকা মার্কার প্রার্থীরা!

অজপাড়া গাঁয়ের সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে নানা ধরনের শঙ্কা নিজের ভোট নিজে দিতে পারবে কিনা ?
সাধারণ ভোটাররা যাই ভাবুক প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের নির্বাচনের ধারাবাহিকতায় চতুর্থ ধাপের নির্বাচনও সুষ্ঠু হবে এমন কথাই দৃঢ়তার সাথে বলছে সরকারের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনে সারাদেশে নৌকা মার্কার প্রার্থীদের ভরাডুবি হয়েছে! এ থেকে শিক্ষা নিয়ে কুমারখালী খোকসা উপজেলার অধিকাংশ ইউনিয়নে নতুন কৌশল হিসেবে বিএনপির প্রার্থীদের ড্যামি ক্যান্ডিডেট করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।

বিগত তিন ধাপের নির্বাচনে বিএনপি জামায়াতের ভোট নৌকা মার্কার বিপক্ষে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে পড়ার কারণে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে এমন ধারণা থেকে ছলে বলে কৌশলে বিএনপির প্রার্থীদের টিকিয়ে রাখা হয়েছে, এমন কথাই বলছে বিদ্রোহী প্রার্থীরা!

বিএনপির প্রার্থীরা ভোটের মাঠে টিকে থাকতে না পারলেও যে ভোট পাবে, সে ভোটটায় বিদ্রোহী প্রার্থীরা কম পাবে সুতরাং নৌকার প্রার্থীদের জয় কিছুটা সহজ হবে বলে এমন কৌশল অবলম্বন করা হয়েছে, এমন কথাই বললেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা।

তবে শতভাগ নিরপেক্ষ ভোট গ্রহণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর