কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার আলো জ্বালিয়ে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়া শিক্ষক মো.নিজাম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ মে) বিকেলে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধনা দেন।
প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অবসর জনিত বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সকলেই ভুয়সি প্রশংসা এবং দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম শফিক, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মো.আরিফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মামুনর রশিদ বাচ্চুসহ, প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।