শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে সম্মানী ভাতা বৃদ্ধির অনুরোধে ফেসবুকে পোস্ট পৌর কাউন্সিলরের

কুমারখালী সংবাদদাতা: / ১০০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এক কাউন্সিলর সম্মানী ভাতা বৃদ্ধির অনুরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একটি ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন তার অভাব অনটনের কথা। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন সম্মানী ভাতা বৃদ্ধির নির্দেশ প্রদানের মাধ্যমে সুস্থ ভাবে সংসার চালানোর সুযোগ দিতে।

বুধবার কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন পৌরসভা থেকে মাসে সম্মানী ভাতা উত্তোলন করেন দশ হাজার টাকা। এবারের তৃতীয়বারের কাউন্সিলর তিনি। কাউন্সিলর হিসাবে জনগনের সেবার বাইরে তার কোন পেশা নেই। শুধু তিনিই না পৌরসভার অধিকাংশ কাউন্সিলরদের একই অবস্থা। আগে সম্মানীর এই টাকা দিয়ে কোনভাবে সংসার চালানো সম্ভব হলেও বর্তমানে দ্রব্যমুল্যর উর্ধগতির কারণে আর পারছেননা। যেকারণে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ভিডিও পোষ্ট করেছেন।

উল্লেখিত কাউন্সিলর যুগান্তর পত্রিকার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিনিধিকে বলেন, পৌরসভা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সম্মানি ভাতা বৃদ্ধির জন্য শুধু নির্দেশ দিলেই পৌরসভার বরাদ্দ থেকে তাদের ভাতা বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন কুমারখালী পৌরসভা বাংলাদেশের প্রাচীনতম পৌরসভার মধ্যে অন্যতম। শিল্প সমৃদ্ধ এই পৌরসভার আয়ের উৎসের সাথে সমন্বয় রেখে তাদের সম্মানি ভাতা বৃদ্ধি করা হলে কোনভাবে সংসার চালাতে পারবেন বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর