প্রধানমন্ত্রীর উপহার দৌলতপুরে ৫০ ভুমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আশ্রয়ন প্রকল্প -২ এর অধীনে ৫০ ভুমিহীন পরিবারের মাঝে সরকারিভাবে গৃহ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার গণভবন থেকে সরাসরি সম্পচারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের বিভিন্ন জেলা -উপজেলার মত দৌলতপুরেও এ উপলক্ষে ঘর হস্তান্তর ও চাবি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সসভাপতি ও দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড আ.কা.ম সরোয়ার জাহান বাদশাহ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের এডিসি জেনারেল সিরাজুল ইসলাম,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন বিশ্বাস , উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খসরু, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও উপজেলা ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন জোয়ারদার।
হস্তান্তর অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
উক্ত প্রকল্পের আওতায় যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত ৫০ ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও বাড়ির দলিল হস্তান্তর করা হয়ে।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে দৌলতপুর উপজেলায় ইতোমধ্যে মোট ১৯০ টি ভুমিহীন পরিবারকে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর...