সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

পৌর নির্বাচন: খোকসায় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

মমিন হোসেন ডালিম / ৭৮৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৯:৫৪ পূর্বাহ্ন

খোকসায় পৌর নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) পৌনে ১২টায় খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুমে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

এ সময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব এস এম তানভীর আরাফাত (পুলিশ সুপার), খোকসা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান, অতিরিক্ত জেলা নির্বাচন কমিশনার মুহাম্মদ আবু আনছার।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আসলাম হোসেন বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রশাসনিকভাবে সর্বোত্ত সহযোগিতা করা হবে। মনিটরিং সেল গঠন করা হয়েছে, নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রার্থীদের প্রচার-প্রচারণা চালানোর জন্য অবহিত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী তারিকুল ইসলাম, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুসহ সকল ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীগন।

উল্লেখ্য, এবারের খোকসা পৌরসভা নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর