কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ ( মেম্বর) তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার চাপড়া ও শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের ( ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন লালন (৫০), শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও আওয়ামী লীগের কর্মী আব্দুল ওহাব (৪৫), চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত কিরামত উদ্দিনের ছেলে এবং সড়ক ও জনপদ বিভাগের অবসর প্রাপ্ত কর্মচারী মো. আলাউদ্দিন (৬১)।
পুলিশ জানায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের অভিযোগে ২৪ আগষ্ট আসাদুজ্জামান আলী খান নামে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা বাদী হয়ে মামলা করেন। মামলায় কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার ৩ নম্বর কাউন্সিলর হারুন অর রশিদসহ আওয়ামী লীগের ২৪ জনকে আসামি করা হয়।
এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ১০ থেকে ১৫ জন। কুমারখালী থানা মামলা নম্বর-১০। উক্ত মামলায় তদন্তের প্রাপ্ত আসামি হিসেবে গত শনিবার রাতে তিনজনকে গ্রেফতার রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমারখালী থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাস জানান, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের অভিযোগে ২৪ আগষ্ট থানায় একটি মামলা হয়েছে। উক্ত মামলায় তদন্তে প্রাপ্ত সংশ্লিষ্টতার ভিত্তিতে ৩জনকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.