শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

পিকনিক করা নিয়ে দৌলতপুরে দু-পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ২৬২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে গেল ৩০ আগষ্ট রাতে পিকনিক করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাব্বির হোসেন (২০) নামের এক কলেজ ছাত্র আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।

নিহত রাব্বির উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তর পাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, ৩০ আগষ্ট রাতে নিজ এলাকাতে পিকনিক করছিলো দুইটি গ্রুপ। পরে তাদের ভিতর একটা উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে এতে আহত হয় রাব্বির। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। এঘটনার পরের দিন থানায় হামলার অভিযোগ এনে ৭ জনের নামে মামলা করে রাব্বিরের পরিবারের সদস্যরা। পরে গত শুক্রবার রাতে রাব্বিরের মৃত্যু হয়।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, পিকনিককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাব্বি আহত হয় পরে তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহীতে নেওয়া হয়। এ ঘটনায় হামলার অভিযোগে একটি মামলা হয়েছিল তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছেলেটি শুক্রবারে মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর