রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ১২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাত ভাই বোন।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।

স্থানীয়রা জানায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা (৪) দু’জন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান রয়েছে। প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর