রাজবাড়ীর পাংশা উপজেলায় পাংশা নাট্যালোকের আয়োজনে নাট্যালোক কার্যালয়ে শুক্রবার সন্ধায় সাহিত্য শাখার মাসিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে কবিতা পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা করেন, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, শাহাজালাল ব্যাংক ফরিদপুর শাখা ব্যাবস্থাপক ইসলাম, পাংশা প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম রাসেল কবির, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইয়াকুব আলী বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, কবি মোল্লা মাজেদ, কবি আবুল হোসেন, কবি ইবাদত আলী, কবি সুমী খন্দরকার ও কবি সাহিত্যিক সহ গুনীজন উপস্থিত ছিলেন। সাবেক সবকারি শিক্ষক আব্দুস সবুরের সঞ্চালনায় কবিগন মনোমুগ্ধকর কবিতা আবৃতি করেন।