রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী সার্কেলের ব্যানারে শীতার্থ সহ সকল দুস্থ্য মানুষের পরিধেয় পোশাকের সংকট পূরনে একদল মানবিক উদ্দোগে বৃহস্পতিবার পৌর ভবন গেটের সামনে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী সার্কেল এর আয়োজনে প্রধান অতিথী হিসেবে এ মানবতার দেয়াল উদ্বোধন করেন পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র অদুদ সর্দার অতুর, লাবলু বিশ্বাস, এশিয়ান টেলভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল যুগ্ম-সাধারণ সম্পাদক রতন মাহমুদ, সদস্য মেহেদি,আল- আমিন,সহ-প্রচার সম্পাদক শরীফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজবাড়ী সার্কেলের এডমিন শেহজাদুল হক অভি, সিনিয়র ইডিটর আলামিন হোসেন, ইডিটর আনিসুর রহমান, সার্কেলবাজ কামরুল ও জুয়েল প্রমূখ।
প্রধান অতিথীর বক্তব্যে মেয়র বলেন, শীত এসে গেছে, শীতে পোশাক স্বল্পতার কারনে অনেক মানুষ নিদারুন কষ্টে দিনপাত করে থাকে। তাই আসুন দুস্থ্য মানুষদের কষ্ট লাঘবে আমরা সকলে নিজেদের সাধ্যমত কিছু পোশাক এই মানবতার দেয়ালে রেখে যাই। যার যার প্রয়োজন সে সে এখান থেকে তার প্রয়োজনীয় পোশাকটি নিয়ে যাবে।