কুমারখালী-খোকসাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, তরুণ প্রজন্মের অহংকার এস.এম মঈন। “ঈদ মোবারক”
তিনি ঈদ বার্তা বলেন, ঈদ বিশ্বজোড়া মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণী-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ।
ঈদুল আযহা শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন তিনি।পাশাপাশি মহামারি করোনা থেকে দ্রুত উত্তোরণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এ ছাত্রদল নেতা।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, মুখে মাস্ক ব্যাবহার করুন,পরিষ্কার পরিছন্ন থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।