প্রবর্তক পদ্মার আগ্রাসনে প্রতিমুহূর্ত ভাঙছে ভিটাবাড়ি সহ আবাদি ফসলি জমি। জেড ধরে কুষ্টিয়ার খোকসা উপজেলার দৌলতপুরের উদয় নগর বিওপি কেন তুই এখন ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে।
বুধবার সকালে সরে জমিনে গিয়ে দেখা গেছে উদয় নগর বিওপি ক্যাম থেকে মাত্র ৫০ মিটার দূরে প্রমত্তা পদ্মার ভাঙ্গন চলছে। পানি উন্নয়ন বোর্ডের মাত্র কয়েকটি বিওপি বালিভত্তি ব্যাগ ফেলে রেখেছেন।
ভাঙ্গনে তীব্রতা যদি এই মুহূর্তে রোধ করা না যায় আগামী এক সপ্তাহের মধ্যে উদয়নগর বিওপি সহ স্থানীয় সাধারণ মানুষের আধা কিলোমিটার জায়গা নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে অসংখ্য প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী।
কথা হয় উদয়নগর বিওপি ক্যাম্পের ইনচার্জ এর সাথে তিনি জানানা, মাত্র কদিন আগেও ভারত বাংলাদেশ সীমান্তের দুটি প্লেয়ার নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাই আধা কিলোমিটার জায়গা এখন অরক্ষিত হয়ে রয়েছে যা বাংলাদেশের সীমানার মধ্যে ছিল। একদিকে সাধারণ মানুষের জমি এবং বসতভিটা যেমন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে অপরদিকে এখানকার মানুষ ভূমিহীন ও আশ্রয়হীন হয়ে মানবতার জীবনযাপন করছে বলে জানান তিনি।
এ সকল কথা বিবেচনা করেই স্থানীয় এলাকাবাসীরা গণমাধ্যম কর্মীদের দেখে জোর দাবি জানালেন আপনাদের মাধ্যমে উদয়নগর এলাকা সহ গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ীবাদ নির্মাণ করে আমাদেরকে রক্ষা করুন।
প্রতি বছরই বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তাদের আশ্বাস দিয়ে যান কিন্তু কাজের কাজ কেউ না করাই এখন উদয়নগর বিওপি ক্যামসহ স্থানীয় এলাকাবাসীর ফসলি জমি ও বসতবাড়ি সম্পূর্ণ হুমকির মধ্যে রয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, সরকারের বরাদ্দ ছাড়া কখনোই এরকম বড় প্রকল্প কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। চাহিদা চাওয়া হয়েছে। চাহিদা পেলে অবশ্যই আমরা স্থায়ীবাদ নির্মাণের কার্যক্রম শুরু করব।