কুমারখালী(কুষ্টিয়া): ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৭ বছরের পথচলা শেষ করে ১৮ বছরে পর্দাপন করেছে। জনপ্রিয় এই পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
কুমারখালীর শহরস্থ আল-ফালাহ এতিমখানায় সোমবার (২৫ অক্টোবর) সকালে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নয়া দিগন্তের কুমারখালী প্রতিনিধি সোহাগ মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এতিমখানার পরিচালক আফজাল হুসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমারখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী প্রতিনিধি মাহমুদ শরীফ, দৈনিক গণকন্ঠের রিপোর্টার কাজী সাইফুল, দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, কুষ্টিয়ার দিগন্তের মুস্তাফিজুর রিগানসহ এতিম খানার শিক্ষার্থীরা।
আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।