শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

নেচে-গেয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনার সমর্থকদের র‍্যালি!

মো.মোমিন ইসলাম, কুষ্টিয়া / ১৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:৫৫ পূর্বাহ্ন

বিশ্বকাপের জ্বরে কাঁপছে বিশ্ব। এ জ্বরে আক্রান্ত আর্জেন্টিনা ভক্তরাও সারা দেশের মতো কুষ্টিয়ায় ও চলছে কাতার বিশ্বকাপ ফুটবল সমর্থকদের উন্মাদনা।আর কিছু সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে মেসির দল আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জার্সি গায়ে আনন্দ র‍্যালি ও উল্লাসে মেতে উঠেন আর্জেন্টিনা সমর্থকরা।

কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে এই র‍্যালি শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসেই শেষ হয়।

শোভাযাত্রায় বাংলাদেশের পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা বহন করা হয়। সবাই প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে দেন তখন। দুই শতাধিক মোটরসাইকেল, পিকআপ, কার নিয়ে শোভাযাত্রায় বিভিন্ন বয়সের কয়েক শত মানুষ অংশ নেয়। এ সময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা পথচারীরা হাত নেড়ে তাদের উৎসাহ দেন। শিশু ও তরুণরা শোভাযাত্রায় নেচে গেয়ে প্রিয় দলকে স্বাগতম জানান।

আর্জেন্টিনা সমর্থক জয় আহমেদ বলেন,মেসির শেষ বিশ্বকাপ এটি। আর এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ফুটবলাররা মেসিকে উপহার দেবেন। মেসির প্রতি ভালোবাসা থেকে তারা আর্জেন্টিনা দল সমর্থন করেন।শহরের সব সমর্থক একত্রিত হয়েছেন আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শোভাযাত্রায় অংশ নেয়া সবুজ নামে এক ভক্ত জানান, তিনি ম্যারাডোনার থেকেই আর্জেন্টিনার ভক্ত। এখনতো ম্যাসি আছেই। মেসির হাতেই এবারের বিশ্বকাপ দেখতে চান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর