শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

নিবন্ধনের চূড়ান্ত অনুমতি পেল বাংলা৫২ নিউজ

ডেস্ক রিপোর্ট / ৫৮৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৭:১৭ অপরাহ্ন

চূড়ান্ত নিবন্ধনের অনুমতি পেয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা৫২নিউজ ডট কম। দেশের তারুণ্য নির্ভর ‘একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল বাংলা ৫২ নিউজ ডট কম।

রাজধানীর ধানমণ্ডির আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, সাংবাদিক কাজী আওলাদ হোসেন এর হাত ধরে পোর্টালটির যাত্রা। যার প্রধান লক্ষ ছিল একুশের চেতনাকে সাংবাদিকতার ভাষায় দেশ ও বিশ্বে ছড়িয়ে দেয়া।

একুশের চেতনা নিয়ে প্রতিষ্ঠিত দেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল বাংলা৫২ নিউজ ডট কম। নানা চড়াই উৎরায় পেড়িয়ে এগিয়ে চলেছে অনলাইন এই নিউজ পোর্টালটি। প্রতিদিন লক্ষাধিক পাঠকের মধ্যে যার অধিকাংশই তরুণ ও যুবক।

এর সঙ্গে কাজ করছে দেশ-বিদেশের প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ সরকার সরকারি তালিকা ভুক্তি করার লক্ষে চূড়ান্ত নিবন্ধনের অনুমতি প্রদান করল।

বাংলা৫২নিউজ ডট কম চূড়ান্ত নিবন্ধনের অনুমতি পাওয়া পোর্টালটির কর্ণধার প্রভাষক কাজী আওলাদ হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সময়ে গণআকাঙ্ক্ষা পূরণে সংবাদমাধ্যম মনজগতে যে শূন্যতা রয়েছে তা পূরণ হওয়া জরুরি।

একমাত্র সৎ উদ্যোক্তা, জনগণের প্রতি যিনি দায়বোধ করেন, তার পক্ষেই এই শূন্যতা পূরণ করা সম্ভব। নানা চড়াই উৎরাই ও শত বাঁধা পেরিয়েও বাংলা৫২ নিউজ ডট কম প্রত্যাশিত সেই পথে হাটার সর্বোচ্চ চেষ্টা করছে।

দৈনিকের লাখো পাঠক নিশ্চয় মনোযোগের সাথে তা পর্যবেক্ষণ করবেন। বাংলা৫২নিউজ ডট কমের সাথে যারা প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পোর্টালটি নিবন্ধনের জন্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর