বিনা মূল্যের প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’–এর দুই হাজারতম দিন পূর্তির অনুষ্ঠান হয়ে গেল কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে। শুক্রবার( ১৪ জুলাই) শহরের মেহেরজান চাইনিজ রেস্টুরেন্টে উদ্যোক্তাদের নিজের গল্প, অতিথিদের বক্তব্য, বই উপহার, কেক কাটার মধ্যে দিয়ে দুই হাজারতম দিন উদযাপনের পাশাপাশি ২,০০০ বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেয় সংগঠনটির উদ্যোক্তারা।
কুষ্টিয়া ডিসট্রিক্ট এম্বাসেডর সাবিনা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সমাজসেবক ভালোবাসার কুষ্টিয়া সংগঠনের চেয়ারম্যান হাসান টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিসিক সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা প্রমুখ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমন্বয়ক মডারেটর লিমন আহমেদ, কুষ্টিয়া সদর এম্বাসেডর ফয়সাল শিকদার, কুষ্টিয়া সদর এম্বাসেডর মোঃ মামুন, ক্যাম্পাস এম্বাসেডর আব্দুল্লাহ আল মাহমুদ, এছাড়াও সংগঠনের আজীবন সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সব জেলার পাশাপাশি পৃথিবীর ৫০টি দেশে সংগঠনটির উদ্যোক্তা প্রশিক্ষণার্থীরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটি উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে একজন মানুষকে ৯০ দিনের প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে ৪ লক্ষেরও বেশি সদস্যের পরিবারে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিয়েছেন।
উপস্থিত দ্বায়িত্বশীলরা ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এছাড়াও সকল উদ্যোক্তাদের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।