দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২১ উদযাপন উপলক্ষে জয়ীতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এই মন্তব্য করেন।
এম,পি জর্জ বলেন,নারী অধিকার রক্ষায় বীরদর্পে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল আর তা বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন নারী অধিকার আন্দলোনের জীবন্ত কিংবদন্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয়ে একটি আধুনিক উন্নয়নশীল দেশ বিনির্মানে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অংগ্রহনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
“নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জয়ীতাদের সংবর্ধনা ও আলোচনা এ-ই সভা অনুষ্ঠিত হয়।
“শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম,উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার,উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমসহ অনেকেই।
এসময় বক্তরা নারীর অধিকার ও নারীর আর্থসামাজিক উন্নয়নে সবাইকে আরো স্বচ্ছার হওয়ার আহবান জানান। সেই সাথে সকল ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ
নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে নারী অধিকার ও নারী মুক্তিতে বিশেষ অবদান রাখায় পাঁচ ক্যাটাগোরিতে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।