শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

নবাগত ইউএনওর সাথে কুমারখালী প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

আব্দুস সালাম অন্তর, কুমারখালী / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে নবাগত ইউএনও এস এম মিকাইল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা শুরু করেন। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছে জানানো হয়।

এসম উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সোহাগ মাহমুদ।

অন্যান্যদের মধ্যে যারা ছিলেন, বিজয় টিভির তানভির লিটন, চ্যানেল এস এর মনোয়ার হোসেন, আনন্দ টিভির মুস্তাফিজুর রিগ্যান,দৈনিক সময়ের কাগজের আব্দুস সালাম অন্তর, দৈনিক মানব কন্ঠের পলাশ কুমার ঘোষ, দৈনিক প্রতিদিনের সংবাদের বিজয় কুমার, দৈনিক কুষ্টিয়া দিগন্তের সুমন পারভেজ, দৈনিক গনমুক্তির জাকের আলী শুভ, দৈনিক মিরর অব বাংলাদেশের মিজানুর রহমান প্রমুখ।

এসময় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এস এম মিকাইল ইসলাম বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এই উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর