ঢাকা থেকে প্রচারিত দেশের সর্বাধিক পাঠকপ্রিয় সরকারী মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আরিফুজ্জামান সাগর। শুক্রবার (৩১ মে) বিকেলে সকল কাজ বুঝে নিয়ে কাজে যোগদান করেন।
নতুন সহসম্পাদক যোগদানের তথ্য নিশ্চিত করেন পত্রিকার সম্পাদক মুন্সী জামিল উদ্দিন।
সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর দৈনিক বাংলা দূত পত্রিকাকে একটি আধুনিক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন নবনিযুক্ত সহ-সম্পাদক আরিফুজ্জামান সাগর।
উল্লেখ্য, এর আগে আরিফুজ্জামান সাগর বাংলার দূত পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন আরিফুজ্জামান সাগর।