শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

নতুন ঠিকানায় ‌খোকসা উপ‌জেলা কল‌্যাণ স‌মি‌তি

ম‌নিরুল ইসলাম ম‌নি / ৯৭৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৩ মার্চ, ২০২১, ২:৪৪ অপরাহ্ন

নতুন ঠিকানায় নীড় বে‌ধে‌ছে ঢাকাস্থ খোকসা উপ‌জেলাবাসীর প্রা‌ণের সংগঠন খোকসা উপ‌জেলা কল‌্যাণ স‌মি‌তি ঢাকা।

বুধবার (৩ মার্চ) সন্ধ‌্যায় রাজধানীর হা‌তিরপু‌লের দিলারা টাওয়া‌রের সপ্তম তলায় আনুষ্ঠা‌নিকভা‌বে নতুন অ‌ফি‌সের উ‌দ্বোধন করেন স‌মি‌তির উপ‌দেষ্টা ও স্ট‌্যান্ডার্ড ব‌্যাং‌কের সা‌বেক ব‌্যবস্থাপনা প‌রিচালক নাজম‌ুস সা‌লেহীন।

শু‌রু‌তেই দে‌ায়া মোনাজা‌তের মাধ‌্যমে শুভক্ষণ‌কে স্বরণীয় ক‌রে রাখা হয়। দোয়া অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন স‌মি‌তির যুগ্ম মহাস‌চিব অ‌্যাড‌ভো‌কেট রেজাউল ক‌রিম।

প‌রে বা‌র্ষিক মিলন‌মেলা উপল‌ক্ষে নির্বাহী ক‌মি‌টির নয়া ক‌মি‌টির সভাপ‌তি আহসানুল হক নবা‌বের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন মহাস‌চিব র‌বিউল আলম বাবুল।

অ‌ফিস উ‌দ্বোধন শে‌ষে বক্ত‌ব্যে নাজম‌ুস সা‌লেহীন ব‌লেন, খোকসা স‌মি‌তি নতুন ঠিকানা পে‌য়ে‌ছে। এটা খোকসাবাসীর গ‌র্বের। আমরা ক‌য়েকবছ‌রেই সুসংহতভা‌বে স‌মি‌তির কার্যক্রম কর‌তে পে‌রে‌ছি। কু‌ষ্টিয়ার অন‌্যান‌্য আঞ্চ‌লিক ক‌মিউ‌নি‌টি থে‌কে খোকসা স‌মি‌তি কোনও অং‌শে কম নয়। এভা‌বেই এ‌গি‌য়ে যাক প্রিয় সংগঠন খোকসা উপ‌জেলা কল‌্যাণ স‌মি‌তি ঢাকা।

ত‌বে বি‌শেষ কা‌জের জন‌্য স‌মি‌তির সভাপ‌তি সিরাজুল ইসলাম উপ‌স্থিত থাক‌তে পা‌রেন‌নি।

এ সময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন- ফ‌রিদা ম‌নি শহীদুল্লাহ, আ‌নোয়ার হো‌সেন, বদরুল আলম পান্না, ম‌নিরুল ইসলাম, আফজাল হো‌সেন রাজু, শাহাবুদ্দীন সম্রাট, শরীফ মুহম্মদ রা‌শেদ, ম‌শিউর রহমান মিল্লু, না‌জিদুজ্জামান, জা‌কির হো‌সেন, ম‌নিরুল ইসলাম ম‌নি, আবু হেনা, ম‌নিরুজ্জামান শাহীন, ম‌নোয়ার হো‌সেন, ম‌তিয়ার রহমান, জা‌হিদুল ইসলাম, কামাল আহ‌মেদ, র‌বিউল ইসলাম, শাহজাহান, লিপু ইসলাম, ইফ‌তেখার মাশরুর গা‌লিব প্রমুখ‌।

প্রসঙ্গত, আগামী ২ এ‌প্রিল রাজধানীর কা‌ছেই কেরানীগ‌ঞ্জের পলাশপু‌রের ধ‌লেশ্বরী পা‌ড়ে বা‌র্ষিক বন‌ভোজ‌ন অনু‌ষ্ঠিত হ‌বে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর