সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি করতে দেওয়া হবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার সময় ডেস্ক / ২২৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৭:৩৭ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। এ কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। শেখ হাসিনার জনপ্রিয়তা শহর থেকে গ্রাম গঞ্জে মানুষের মুখে মুখে।তিনি অসম্ভবকে সম্ভব করেন।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আব্দুল লতিফ-আছিরণ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার উত্তরায় দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে বলেন, ধর্ম নিয়ে কেউকে বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। কুমিল্লার ঘটনার সঙ্গে রংপুরের ঘটনা একই সূত্রে গাঁথা।

তিনি আরও বলেন, কোনো উগ্রবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ভিটেবাড়িতে হামলা,লুটপাট ও গবাদি পশু নিয়ে যাওয়া কোনো ভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা -১৮ আসনের এমপি মো. হাবিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শবনম জাহান শীলা।

হাবিব হাসানের মা বাবার নামেই আছিরণ-আব্দুল লতিফ ফাউন্ডেশন গঠিত এই অনুষ্ঠানে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর