রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার সময় ডেস্ক / ২২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৭:২১ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাচ্চারা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে ওই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

সভায় সংশ্লিষ্ট সচিব বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার ব্যবস্থা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, দ্রুত স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ, বাচ্চারা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ এখনই নিতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।

সচিব সভায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান, সবার জন্য টিকা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতে গবেষণা ও কৃষি-খাদ্য মন্ত্রণালয়ে সমন্বয় নিয়ে আলোচনা হয়। কৃষি যান্ত্রিকীকরণ নিয়েও ওই সভায় আলোচনা হয়। প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি ও প্রণোদনা দেওয়ার বিষয়েও সচিব সভায় বিস্তারিত আলোচনা হয়।

সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে একই সাথে আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের শুধু দেওয়ার পালা। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স থাকবে। কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- তাড়াতাড়ি যেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রমও চলুক। ভাইরাসের সংক্রমণ যদি কমে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর