কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪১৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২বোতল মদ উদ্ধার হয়েছে। আজ সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চুলকানির ঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, দৌলতপুর সীমান্তের ১৪৮/৪ সীমান্ত পিলার হতে মাত্র ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার আমজাদ হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্তের চুলকানির ঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪১৩ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদ উদ্ধার করে বিজিবি।
পরে উদ্ধার করা মাদকদ্রব্যের অনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করে সোমবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।