পায়ে হেঁটে ৫০ কি:মি: পরিভ্রমণ শুরু করেছে দৌলতপুরের সাত সদস্যের চল্লিশোর্ধ স্কাউটারের একটি দল। শুক্রবার সকাল ৮টায় উপজেলা স্কাউট ভবন হতে কুষ্টিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে ৫০ কি:মি: পরিভ্রমণ শুরু করে দলটি। আগামী ২ মার্চ তাদের এই পরিভ্রমন শেষ হবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় স্থলে গিয়ে।
চল্লিশোর্ধ স্কাউটারদের শারিরীক ফিটনেস অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ৫০ কি: মি: পরিভ্রমণ শুরু করেন তারা। পরিভ্রমনকারী দলের সদস্যরা হলেন, জাহাঙ্গীর হোসেন (উডব্যাজার) কাবশাখা(পর্যবেক্ষক,মিজানুর রহমান (উডব্যাজার), স্কাউট শাখা(দলনেতা) শাহরিয়ার জাহান (সিএলটি) কাব শাখা,(নির্দেষক) জহুরুল ইসলাম (উডব্যাজার), মাসুদুর রহমান(উডব্যাজার)।
দৌলতপুর, রিফায়েতপুর,ঝাউদিয়া, শেরপুর, চুনিয়া মোড়, মিরপুর, হয়ে কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ, ত্রিমোহনী, মজমপুর হয়ে ডিসি কোর্ট পর্যন্ত পরিভ্রমণের সময় তারা সমাজ সচেতনতামূলক তিনটি শ্লোগান প্রচার করবেন।
শ্লোগানগুলো হচ্ছে-‘প্রকৃতি সংরক্ষন করি, পৃথিবীকে সুস্থ রাখি’, ‘স্কাউটিং এ সম্পৃক্ত হই, নেশাকে না বলি, জীবনকে রিসাইকেলিং করি।
বাংলাদেশ স্কাউটস দৌলতপুরের কমিশনার শফিউল ইসলামের প্রত্যয়নের প্রক্ষিতে চল্লিশোর্ধ বয়সের স্কাউটাররা দৌলতপুর হতে কুষ্টিয়া পায়ে হেটে ৫০ কিলোমিটার পরিভ্রমন শুরু করেন।