শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

দৌলতপুর কলেজের অধ্যক্ষকে অপসারণ দাবীতে বিক্ষোভ

মানজারুল ইসলাম খোকন,দৌলতপুর / ৪৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অপসারন করে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন।

রোববার দুপুরের দিকে দৌলতপুর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তারা । এসময় অধ্যক্ষের দূর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জনের ঘোষনা দেন শিক্ষার্থীরা।

আন্দোলন রতো শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামান দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে কলেজের ইতিহাস বিভাগের জুনিয়র শিক্ষক হওয়া শর্তেও তিনি অধ্যক্ষের পদটি বাগিয়ে নেন। এছাড়া কলেজে তার নিয়োগ বানিজ্য, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বেতন-ফিস ও ফরমপূরণ বানিজ্যসহ কলেজ ফান্ড ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্বসাত করেছেন বলেও অভিযোগ করা হয় ।

এসময় তারা আরো বলেন, অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে তার ক্যাডারবাহিনী দিয়ে কলেজে বিশৃংখল পরিবেশ তৈরীর চেষ্টা করছে এতে শৃংখলার অবনতি হলে এর দায় অধ্যক্ষকে নিতে হবে। অধ্যক্ষ অপসারণ ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

অধ্যাক্ষ ছাদিকুজ্জামান দৌলতপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তার কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোন নাম্বারে ফোন করা হলে তিনি কলটি কেটে দেন।

এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ওবায়দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আজকে সারাদিন জেলাতে ছিলাম এবিষয়ে আমি অবগত না বিষয়টি আমাকে জানানো হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর