নেতৃবৃন্দ এক টেবিলে! কেন্দ্রীয় নির্দেশনা কিংবা জাতীয় আচার-অনুষ্ঠানে এক সারিতে অধিকাংশ হেভি ওয়েট নেতারা! আনুষ্ঠানিকতার আয়োজনে অধিকাংশের উপস্থিতি! সাংগঠনিক বৈঠকে মতভেদ সরিয়ে অংশগ্রহন! এসব দৃশ্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কাছে কাঙ্খিত থাকলেও ধরা দিয়েছে খুব কমই। সম্প্রতি উপজেলাটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগে ঐক্য দৃশ্যমান, বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং বৈঠকে এক সাথে অংশ নিচ্ছেন দ্বিধা বিভক্ত হিসাবে পরিচিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা। রাজনীতির মাঠে এখানকার দীর্ঘ কালের বরফ যেন গলছে প্রায়! দেড় যুগের বেশি সময় পর ২০১৯ সালের নভেম্বরে দলীয় সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ পায় নতুন কমিটির নতুন নেতৃত্ব। নেতা-কর্মীদের মধ্যে বাড়ে উৎসাহ-উদ্দীপনা। দলের ভালো-মন্দে খোঁজখবর রাখার আগ্রহও বেড়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।
উপজেলার অন্তত একশো জন কর্মী-সমর্থকের মন্তব্যে পাওয়া যায়, সম্প্রতি উপজেলা পর্যায়ের অধিকাংশ নেতারা এক পথে হাঁটছেন, এক মঞ্চে বসছেন। এমন বিষয় সংগঠনের প্রতি আগ্রহ বাড়াচ্ছে কর্মী সমর্থকদের। খানেকটা কমতি থাকলেও বর্তমান পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলে মনে করছেন তারা। আগামীর জাতীয় নির্বাচনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এতে করে (অভ্যন্তরীণ ঐক্যে) সহজ হবে বলে ধারণা করছেন তারা। কর্মী-সমর্থকেরা বলছেন, নতুন কমিটির কার্যক্রম শুরুর সময় থেকেই সংগঠনে ব্যপকভাবে ঐক্যের সুর সৃষ্টি হয়, যা এখন বেশ ছন্দ পেয়েছে।
কথা হয় কুষ্টিয়া জেলা পরিষদের অন্যতম সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নারী নেত্রী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মায়াবী রোমান্স মল্লিকের সাথে। তিনি বলেন, যে যার মতো রাজনীতি করবেই, দিন শেষে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা ভালো লাগার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে আমরা সবাই অভিন্ন ছিলাম, আছি, থাকবো।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান আতিক বলেন, দলের র্উধতন নেতাদের নির্দেশে সবাই এক হয়ে কাজ করছি। আমাদের ঐক্য আগামী দিনে নিশ্চয়ই ভালো কিছু দিবে।
উপজেলা কমিটির দফতর সম্পাদক রেজাউল করিম জানান, আমরা সুসংগঠিত হচ্ছি এটা ঠিক। সংগঠনের সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে অতীতের ভুল-ভ্রান্তি কাটিয়ে উঠছি। নিয়মিত সকল কার্যক্রম চলছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক নির্বাচিত এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আফাজ উদ্দিন আহমেদের পুত্র, বর্তমান কমিটিতে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বর্তমান রাজনীতিতে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের দৃশ্যমান ঐক্যের বিষয়ে সহমত জানিয়ে বলেন, আমরা বঙ্গবন্ধু আদর্শের সবাইকে আরও বেশি সুসংগঠিত করতে প্রতিনিয়ত কাজ করছি। সংগঠনে শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, কর্মী-সমর্থকদের কথা শুনছি, পরামর্শ নিচ্ছি-দিচ্ছি এবং এগিয়ে যাচ্ছি।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো: তৌহিদুল ইসলাম বলেন, বিচ্ছিন্ন ভাবে দু’একজন ঐক্যের বাইরে রয়েছে, তাদের সংখ্যাটাও কম। এর আগে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধেও কাজ করেছে। নৌকার প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে, বিষয়টি প্রমাণিত। সরওয়ার জাহান বাদশাহ্ এমপি সভাপতির নেতৃত্বে আসার পর তার অন্যতম লক্ষ্য ছিলো দলের ঐক্য বাড়াতে গ্রুপিং মুক্তকরণ, সেভাবেই কার্যক্রম চলছে। আগামীতেও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় থেকে কাজ করবে।
এসব প্রসঙ্গে কথা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন বলেন, আমাদের নেতা হানিফ এমপি (মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ) সহ কেন্দ্র ও জেলার নেতাদের নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
সংশ্লিষ্ট আসন কুষ্টিয়া-১ এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান নির্বাচিত সংসদ সদস্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, যারা বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী, সকল শক্তি এখন ঐক্যবদ্ধ হয়েছে। এই বঙ্গবন্ধু আদর্শের শক্তিকে আগামী নির্বাচনে বিজয়ী করা হবে। যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, দেশকে রক্ষা করতে চান, শেখ হাসিনাকে রক্ষা করতে চান, খুনি শক্তিকে পরাজিত রাখতে চান, নিজেদের মধ্যে বিভেদ না রেখে দেশপ্রেমিক, বঙ্গবন্ধু দরদীরা সবাই ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুষ্টিয়ার এই উপজেলাটি আয়তনের দিক থেকে দেশে শীর্ষ সারিতে; ১৪টি ইউনিয়নে ৮ লাখ মানুষের রাজনৈতিক সমর্থন এখানে বিভিন্ন সময়ে সামনে এনেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জাসদের রাজনীতিকে।