তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের কুষ্টিয়ার দৌলতপুরের ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো-
প্রাগপুর ইউনিয়নে মো. আশরাফুজ্জামান, খাস মথুরাপুরে সর্দ্দার হাশিম উদ্দিন, ফিলিপনগরে এ, কে, এম, ফজলুল হক, মরিচায় মোহা. শাহ্ আলমগীর, রামকৃষ্ণপুরে মো. সিরাজ মন্ডল, চিলমারীতে সৈয়দ আহম্মেদ, হোগলবাড়িয়ায় মো. সেলিম চৌধুরী পিয়ারপুরে আবু ইউসুফ লালু, রিফাইতপুরে মো. জামিরুল ইসলাম, দৌলতপুরে মো. মহিউল ইসলাম, আদাবাড়িয়ায় মো. মকবুল হোসেন, বোয়ালিয়ায় মো. মহিউদ্দীন বিশ্বাস, খলিসাকুন্ডিতে সিরাজুল বিশ্বাস এবং আড়িয়ায় সাইদ আনছারী আ’লীগের প্রার্থী হিসাবে ।
এ ছাড়াও মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস আলী এবং বুড়িপোতায় মো. শাহ্ জামান। গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে মো. রেজাউল হক, ষোলটাকায় মো. দেলবার হোসেন, ধানখোলায় মো. আব্দুর রাজ্জাক এবং রায়পুরে মো. গোলাম সাক লায়েন।