কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ও ভূরকা হাটখোলা পাড়ায় হত্যাকান্ডে নিহতের স্বজনদের সাথে মতবিনিময় ও হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. কা. এ. সরওয়ার জাহান বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় হত্যাকান্ডে নিহতের স্বজনদের আশ্বস্ত করে দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. এ. সরওয়ার জাহান বাদশা বলেন যারা এই ন্যাক্কার জনক হত্যাকান্ড ঘটিয়েছেন তারা যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই সাথে হত্যাকান্ড পরবর্তী সময়ে যারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল উপজেলার চিলমারিতে রাস্তার এক টুকরো জমি নিয়ে সংঘর্ষে তিনজনকে পুড়ি হত্যা ও ১৪ ই জুন খাওয়াকে কেন্দ্র করে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা হাটখোলাপাড়ায় দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।