কুষ্টিয়া দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বুধবার বিকাল ৫ টার সময় উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ৭ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি পারভেজ মাঝমাদার, কাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাঁদু, আব্দুল্লাহ আল মামুন পেয়ার, কুষ্টিয়া জেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক জাহিদুল ইসলাম বাপ্পি, উপজেলা যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবীন, জাতীয় ছাত্র সমাজ দৌলতপুর উপজেলার সভাপতি শাহাজাদা , চিলমারীর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল হক, আড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইদুল ইসলাম, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পিয়ারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ আরো উপস্থিত ছিলেন ১৪ ইউনিয়নের নেতা কর্মী।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা আলোচনা সভায় কোরবান আলীর রাজনৈতিক জীবন নিয়ে স্মরণ করেন, তারা বলেন সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলী ছিলেন আমাদের জন্য আদর্শ। কোরবান আলীর আদর্শ বুকে ধারন করে আমরা জাতীয় পার্টি করে আসছি। আগামী দিনে জনবন্ধু জি এম কাদেরের হাত কে শক্তিশালী করতে আমরা মাঠে আছি থাকবো ইনশাআল্লাহ।
এ সময় প্রধান অতিথি শাহরিয়ার জামিল জুয়েল আর বলেন, টাকা থাকলে এমপি মন্ত্রী হওয়া যায় কিন্তু দক্ষ রাজনীতিবিদ হওয়া যায় না। কোরবান আলীর স্মরণ সভায় আমাদের অঙ্গীকার হোক পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্নকে বাস্তবয়নের জন্য জি এম কাদের-র হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।