কুষ্টিয়ার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
গত ৪ নভেম্বর (শুক্রবার) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নার্স শামসুন্নাহার বেবির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে চার সাংবাদিকের উপরে হামলা ও লাঞ্ছিত করে সিনিয়র স্টাপ নার্স বেবি ও তার স্বামী আহসান হাবীব কালুর পালিত সন্ত্রাসী বাহিনী।
এক যুগেরো বেশি সময় একই হাসপাতালে কর্মরত থাকার কারণে নার্স বেবি নিজ বাড়িতে অবৈধভাবে গর্ভপাত ও সরকারি ঔষধ তার স্বামী আহসান হাবীব কালুর উপজেলা বাজারে অবস্থিত ফার্মেসীতে দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল। সেই সাথে রোগীদের সাথে খারাপ ব্যবহার করেন এমন তথ্য সাংবাদিকদের কাছে আসলে ৪ সাংবাদিক হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে নার্স বেবি লাঠি হাতে সাংবাদিকদের মারতে তেড়ে আসেন। এসময় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ না করে ইউএইচও ডাঃ তৌহিদুর হাসান তুহিনকে মোবাইলে কল দিয়ে বিষয়টি অবহিত করেন। ডাঃ তুহিন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুল আরেফিন সুলভকে পাঠালে সাংবাদিকেরা তাঁর সাথে হাসপাতাল বাউন্ডারিতে কথা বলা অবস্থায় আহসান হাবীব কালু ও তুর্জের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী সাংবাদিকদের উপরে হামলা করে।
হামলার প্রতিবাদে ৫ নভেম্বর (শনিবার) বিকেল ৩ টার সময় দৌলতপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ রিপোর্টার্স ক্লাবের সভাকক্ষে সভা করে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচি সমূহ হলো, ৬ নভেম্বর (রবিবার) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান। ৭ নভেম্বর (সোমবার) সকাল ১১ টার সময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে জেলার সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে নার্স বেবির শাস্তি ও প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান।
সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি) সভাপতি আব্দুল আলিম সাচ্চু, সাধারণ সম্পাদক ফিরোজ কায়সার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রনি আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আছানুল হক, মিজানুর রহমান রিপন, শমেদ আলী শামিম, ফরিদ আহমেদ, শিহাবুল হক সবুজ, ডিপিসির সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, সোনাই রহমান সুজন, সম্রাট আলী প্রমুখ।