কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ (৪৫) নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কল্যানপুর বটতলা এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির সাথে মোটর সাইকেল আরহী মাসুদের মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত মাসুদ উপজেলার হোগলবাড়িয়া় ইউনিয়নের কল্যানপুর এলাকার খলিল মন্ডলের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে জানা গেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ‘কল্যাণপুর বটতলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহি একটি নসিমন ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মাসুদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহি গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।’