কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শান্ত পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছেলে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , সকালে শান্ত নামে ওই শিক্ষার্থী শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফিরছিল। এমন সময় চকঘোগা মিনা বাজার নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত এই অবৈধ স্টিয়ারিং ভ্যান গাড়িটিকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত’র মৃত্যু হয়।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকের সাথে থাকা তার একজন সহকারী কে আটক করে স্টিয়ারিং গাড়িটি জব্দ করা হয়েছে। পরবর্তী বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।