সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

দৌলতপুরে সড়কে ঝড়লো তরতাজা যুবকের প্রাণ 

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ৫৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৫:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় বৈশাখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।নিহত যুবকের বাড়ি পার্শ্ববর্তী গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের নানা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বেতবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন বৈশাখ।দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে পোছালে মোটরসাইকেল ও দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, গোয়ালগ্রাম কলেজের সামনে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বৈশাখ নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর