বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

দৌলতপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ১০,অস্ত্র উদ্ধার

মানজাহারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ২৭৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে গত বুধবার (১৪ জুন) বিকেলে গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই কৃষকের মৃত্যু ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

এসময় অভিযান চালিয়ে উজ্জ্বল সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমানে দেশিও অস্ত্র সহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জনিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুতে পাট খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে অসংখ্য লোকজন মালিথা গ্রুপের ওপর হামলা করেন। সর্দার গ্রুপের লোকজন গুলি করে, কুপিয়ে ও এলোপাথাড়ি মারপিট করে। এতে ভেলোশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এতে অন্তত আরোও ২০ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতেরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলোশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২)

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান বলেন, এঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে এবং এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর