বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

দৌলতপুরে শিক্ষকের ওপর হামলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শহীদুল হককে স্কুলটির নিরাপত্তা কর্মী আশিক বিদ্যালয় কক্ষে হামলা চালিয়ে রক্তাক্ত করায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার চেয়ে নানা কর্মসূচি করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।

রোববার সকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা ওই নিরাপত্তা কর্মীর অপসারণ দাবি করেন। পাশাপাশি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধেও প্রশ্ন তোলা হয়। পরে গণসাক্ষরিত অভিযোগ পত্র সংশ্লিষ্ট উর্ধতন দপ্তরে জমা দেয়ার কথা জানান তারা। শিগগিরই বিষয়টি আমলে নিয়ে কর্মী আশিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের বড় ধরনের কর্মসূচির কথা জানান প্রতিবাদকারীরা।

মানব বন্ধনে কথা বলেন, আহত শিক্ষক শহীদুল হক, সহকারী শিক্ষক, ঘটনার সাক্ষী আরমান আলী, অফিস সহকারী শিবলী আল ফারুক, অভিভাবক আসাদুল হক ও জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর