শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ১২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। একইসাথে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো.ওবায়দুল্লাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাওছার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর