জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো মে দিবসের আলোচনা। প্রতিবছর পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে দিনটি বিশ্বব্যাপী উৎযাপিত হয়।
সংগঠনটির দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে সমবেত শ্রমিকদের সাথে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির অন্যতম সদস্য মোফাজ্জেল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আসমত আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের দৌলতপুর উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে জাদু মোল্লা, প্রমূখ।
১ মে সোমবার দৌলতপুর সদর বাজার এলাকায় এই আলোচনা অনুষ্ঠানে বক্তারা, দেশে শ্রমিকদের সকল অধিকার ও প্রাপ্য সুষ্ঠু বাস্তবায়ন প্রসঙ্গে মত দিয়ে মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। এতে বর্তমান সরকার শ্রমজীবীদের প্রতি দায়িত্বশীল জানিয়ে উন্নয়ন প্রসঙ্গেও আলোচনা করেন বক্তারা। সভায় শ্রমজীবী মানুষেরাও উপস্থিত ছিলেন।