কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদী থেকে শিশু আছিয়া খাতুনের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে শিশু আছিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
আছিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আলালের মেয়ে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যাই , আছিয়া ও তার খালাতো ভাই মাথাভাঙ্গা নদীর পাড়ে ঘুরতে যায় বেলা তিনটার দিকে। খেলতে গিয়ে নদীতে দুজনই পড়ে যায়। পাশের লোকজন দেখতে পেলে দৌড়ে গিয়ে আছিয়ার খালাতো ভাইকে জীবিত উদ্ধার করতে পারলেও আছিয়াকে খুজে পাইনি। খোজাখুজির একপর্যায়ে একটু দুরেই ছিলো জেলেদের পাতা জাল, জাল তুলতেই মেলে আছিয়ার মরদেহ।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মদহ মাথাভাঙ্গা নদী থেকে আছিয়া খাতুন নামে ৮ বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার হয়েছে। সে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আলালের মেয়ে।