কুষ্টিয়ার দৌলতপুরে বাসে তল্লাশি চালিয়ে ৯৮৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হইনি।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর বাস স্টান্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানায়, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা প্রাগপুর গামী একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান পাচারের খবরে ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়। অভিযানে বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
এ সময় গাড়িতে থাকা পাচারকারি কৌশলে পালিয়ে যায়। পরে বাসটিতে পাচারকারির ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশী করে পাওয়া যায় ৯৮৫ গ্রাম কোকেন।
উদ্ধার করা কোকেন মাদক সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।