বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপি নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা!

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ২৬০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে ও আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে রিন্টু হোসেন বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান টেনশন মোর এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত রিংকু হোসেন বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাসিব মেম্বারের সাথে নিহত রিংকুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মেম্বারের নির্বাচন করেন। সে থেকে রেষারেষি চলে আসছিল এই দুই পরিবারের মাঝে।

নতুন করে হাসিব মেম্বার ও নিহত রিন্টুর পরিবারের মধ্যে জমি জায়গা নিয়ে শত্রুতা চলছিল। তারি ধারাবাহিকতায় বিএনপি নেতা হাসিব মেম্বারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিংকুর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। স্থানীয়রা রিঙ্কুকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন নিহত রিন্টু হোসেন বাটুলের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুরোটাই পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর