কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউপির বড় বাজার এলাকার এক মাঠে ৪ বিঘা জমির উপর গড়ে তোলা বন উন্নয়ন নার্সারি মালিক কে হটিয়ে এক প্রভাবশালী জোর পুর্বক দখলের চেষ্টা করছে। এই ঘটনায় মালিক নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আদা বাড়ীয়া ইউপির আব্বাস মন্ডলের ছেলে গোমেজ মন্ডলের (৫৬) এর ৪ বিঘা জমি ৫ বাসরের চুক্তিতে পাশ্ববর্তী বোয়ালিয়া ইউপির শিহালা গ্রামের আকবর হোসেন (৫৬) বন্ উন্নয়ন নামে নার্সারি তৈরী করেন। এ নার্সারিতে সাল, সেগুন, ও মেহেগুনি চারা তৈরী করেছেন। এ নার্সারিত চারা গুলো ৭/৮ ফুট লম্বা হলে নার্সারির অবস্থা ভাল দেখে চতুর গোমেজ মন্ডল তার ৫ বৎসরের চুক্তি ভঙ্গ করে ৪ বৎসরের মাথায় নার্সারির চতুর দিকে তার কাটা দিয়ে বেড়া নির্মান করে জোর পুর্বক দখল করে নেয়।
এ সংবাদ পেয়ে নার্সারির মালিক নার্সারিতে এসে বিক্রির উদ্দেশ্যে চারা তুলতে গেলে গোমেজ মন্ডল বাধা দেয় এবং বলে এখন থেকে এ নার্সির মালিক আমি নিজেই। নার্সারির মালিক আকব্বর হোসেন বাড়ি এসে গত ২৬/১০/২০২০ ইং তারিখে নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।