কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭মার্চ) বিকেল ৪টার সময় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, কেক কাটা শেষে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা শাখা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও দৌলতপুর উপজেলার সংসদ সদস্য আ. কা. মা. সরওয়ার জাহান বাদশাহ্ এবং উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, সহ-সভাপতি শেলী দেওয়ান, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংঘঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান সুমন, সরদার আতিয়ার রহমান, এ্যাড. নজরুল, দপ্তর সম্পাদক রেজাউল করিম, আওয়ামীলীগের সাবেক সাংঘঠনিক সম্পাদক রেজাউনুল হক রেজু, সদস্য হাসানুল আসকার হাসু প্রমূখ্য।
বক্তরা সেসময় বলেন, যারা আওয়ামীলীগ ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে ক্ষমতায় থেকে নামানোর মিথ্যা স্বপ্ন দেখছেন। তাদের ঔ স্বপ্ন দেখা ভুলে যেতে হবে বলে হুশিয়ার করেন। তানাহলে কঠোর মুল্য দিতে হবে বিএনপি জামাতের দোষরদের বলে উল্লেখ্য করেন।