কুষ্টিয়ার দৌলতপুরে নুর সালাম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের শুকুর মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় গত ২৪ এপ্রিল ভোরে প্রতিবন্ধী নুর সালামকে কে বা কারা গলা কেটে গুরুতর আহত করে সোনাইকুন্ডি উত্তরপাড়া জামিয়াতুল মাদ্রাসার পাশের রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রবিবার দিবাগত রাত ২.৩৫ মিনিটে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গত ২৪ এপ্রিল ভোরে প্রতিবন্ধী নুর সালামকে গলা কেটে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গত ২৬ এপ্রিল নিহতের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত করে ঘটনার সাথে জড়িত একই এলাকার আবুল বাশারের ছেলে মাসুম রানাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।