বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় দুই কৃষকের মৃত্যু!

কুষ্টিয়ার সময় অনলাইন / ১৮৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বজলু মালিথা (৪২) ও ভেলশ মালিথা (৪৩) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই এলাকার সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু নিহত বজলু মালিথার জমির পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে অসংখ্য লোকজন মালিথা গ্রুপের লোকজনদের ওপর গুলি চালায় এবং কুপিয়ে ও এলোপাথাড়ি মারধর করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এ সময় অন্তত ১৫ জন গুরুতর আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ওসি মজিবর রহমান বলেন, গরুর পাটখেত নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর