কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হিরোইন ও পিস্তল উদ্ধার করেছে বিজিবি। এসময় ধর্মদহ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ইকরামুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবির দেয়া তথ্যে অনুযায়ী, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় গত (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ১০:৪৫ টায় দিকে পশ্চিম ধর্মদহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদহে কবরস্থান নামক স্থানে নায়েক মো.আলাউদ্দিন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় পিস্তল (সিঙ্গেল সুটার গান), ভারতীয় ০.০২৫ গ্রাম হিরোইন, ১টি বাটন মোবাইল এবং ২টি সিম কার্ডসহ বাংলাদেশী নাগরিক মো. ইকরামুল ইসলাম (৩০) আটক করা হয়।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সুটার গান ও হিরোইন সহ ১ জন আসামী গ্রেফতার করেছে। আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।