কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া থানার মোড়ে সাগর ফিলিং স্টেশনের সামনে পাট বোঝায় একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে বলে যানা গেছে। প্রাগপুর – কুষ্টিয়া সড়কে দৌলতপুর থানার মোড়ে সাগর ফিলিং স্টেশনের সামনে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঔ চলন্ত ট্রাকে আগুন দেখতে পাই সাগর ফিলিং স্টেশনের সামনে অবস্থিত সাধারন জনগন।
ট্রাকে আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে ট্রাক চালক ট্রাকটি গতিরোধ করে। ফিলিং স্টেশনের লোকজন এদিকে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। অপর দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এরই মধ্যে ট্রাকটিতে থাকা প্রায় সব পাট পুড়ে নষ্ট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশ দিয়ে বিদ্যুতের লাইন, লাইনের নিচদিয়ে যাওয়ার সময় পাট ভর্তি ট্রাকে লাইনের দু‘তার একত্রিত হলে আগুন লেগে যায়।
ট্রাক চালক জাফিরুল জানায়, পাট বোঝাই ট্রাকটি (কুষ্টিয়া ট-১১-২৮১৯) নিয়ে বগুড়ার উদ্যেশ্যে যাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে লোকজন আগুন আগুন করে চিৎকার করতে থাকলে আমি গাড়িটি গতিরোধ করে দেখি গাড়ি ভর্তি পাটে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরই মধ্যে গাড়ির প্রায় সব পাট পুড়ে নষ্ট হয়ে যায়। ভেড়ামারা ফায়ার ষ্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাস্তার ধারে বিদ্যুতের তারে সট সার্কিটের কারণে আগুন ধরেছে বলে তিনি মন্তব্য করেন।