দৌলতপুরে পাখি ভ্যানের ধাক্কায় জিশা আক্তার (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে দৌলতপুর উপজেলার বৈরাগীরচর কারিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী জিশা আক্তার বৈরাগীচর কারিপাড়া গ্রামের মোঃ রিয়াজ সরদার মেয়ে।
স্থানীয়রা জানান, জিশা আক্তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাঝদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহত হলে এলাকাবাসি দ্রুত চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন বৈরাগীচর কারিপাড়া গ্রামের মোঃ রিয়াজ সরদার মেয়ে জিশা আক্তার (০৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১২ টার সময় ব্যাটারী চলিত পাখিভ্যানে ধাক্কা দিলে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা দৌলতপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জিশা আক্তার নিহত হয়।