কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত শিশুরা পূর্ব ফিলিপনগর গোলাবাড়ি এলাকার রিপনের ছেলে রিফাত (৮) ও কুষ্টিয়ার ইবি থানার মজিবরের ছেলে মুরসালিন (৬)
দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদী থেকে বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুরসালিন ফিলিপনগরে নানা বাড়ি বেড়াতে এসেছিল। বুধবার বেলা ১১টার দিকে মুরসালিম ও রিফাত খেলার ছলে পদ্মা নদীর ধারে যায়। এ সময় তারা নদীতে একটি টিনের তৈরি ডিঙ্গি নৌকা দেখে তাতে চড়ে। পরে নৌকাটি পদ্মা নদীতে ডুবে গেলে দুই শিশু নিখোঁজ হয়।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন অর রশিদ জানান, বুধবার রাত ১১টার দিকে এলাকাবাসী শিশু দুটির লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে। রিফাত ও মুরসালিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।