শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের সন্ধান মেলেনি এখনো!

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে সজিব (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। (২৬ অক্টোবর) শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের পদ্মা নদীতে ডুবে  নিখোঁজ হয়।

নিখোঁজ স্কুলছাত্র সজিব একই ইউনিয়নের পিএম কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, সজিব সহ ৫-৬ন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে তারা সকলে সাঁতার কাটতে থাকে। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে এলাকার লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে কার্যকম চালায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলেনি বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর